নিজস্ব প্রতিবেদক:
বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির কাছেই মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, বিএনপি আওয়ামী লীগ কারো কাছেই এদেশের মানুষ নিরাপদ নয়। জাতীয় পার্টির কাছেই সবাই নিরাপত্তা পাবে। জাতীয় পার্টি কোনো জ্বালাও পোড়াও, হানাহানি মারামারিতে বিশ্বাস করে না। শান্তিতে বিশ্বাস করে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

