নিজস্ব প্রতিবেদক:
বিডিআর বিদ্রোহের ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। শনিবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে পিলখানা ট্র্যাজেডির নবম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শহীদ সেনা অফিসাররা সবাই ছিল জাতির সম্পদ। তাদের অভাব জাতি কখনো পূরণ করতে পারবে না। বাংলার মাটিতে হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের ক্ষমা নেই। যত শক্তিধর হোক না কেন, তাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি বলেন, বাংলাদেশকে অকার্যকর করার যে চক্রান্ত, তারই অংশ হিসেবে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটানো হয়েছিল।
ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মুছা, ন্যাপ মহানগর যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ