১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাজারের সংলগ্ন এলাকায় শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক চাঁন মিয়া ফকির (২৮), ফালান (২৫), আফজাল খান। তাদের মধ্যে চাঁন মিয়ার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বাকি দুজনের মৃতদেহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

তিনি জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাসপাতালে নেয়ার পথে চালকের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ