নিজস্ব প্রতিবেদক:
সমঝোতাবিহীন ফের বিতর্কিত জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটলে আগামীতে অস্থিতিশীল ও ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সাংবাদিকদের কাছে তিনি এমন আশঙ্কার কথা জানান।
সুজন সম্পাদক বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের পথ। গণতান্ত্রিক নিয়মবহির্ভূত ক্ষমতার রদবদল কারও কাম্য নয়, গ্রহণযোগ্যও নয়।
এসময় তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করেছে যাতে তাদের পছন্দের ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন।
বদিউল আলম মজুমদার বলেন, পরে ২০১৩ সালে এসে এ চিত্র আরও পাল্টে গেল। ২০১৪ সালে ঘটলো আরেকটি বিতর্কিত নির্বাচন।
তিনি বলেন, বলতে গেলে ৯৬ সালেও যেমন ঐকমত্য ছিল না, ২০০৬-০৭ সালেও ছিল না, ২০১৩ সালেও ছিল না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য এখনো নেই।
এধরনের পরিস্থিতি আসলে অনাকাঙ্ক্ষিত যা আরও ভয়াবহতার দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন সুজন সম্পাদক।
শিক্ষাবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ সিকান্দর খান, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, নারীনেত্রী রেহানা বেগম রানুসহ সংগঠনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ