২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২৮

নেইমারকে রিয়ালে আসতেই হবে, কোন পথ খোলা নেই : গুতি

স্পোর্টস ডেস্ক:

নেইমারকে রিয়াল মাদ্র্রিদে আসতেই হবে, বিকল্প পথ খোলা নেই। এটা কি কোনো হুমকি? না। ক্যারিয়ারকে পরের ধাপে নিতে হলে ব্রাজিলিয়ান সুপারস্টারের এখন এটাই লক্ষ্য হওয়া উচিত, মনে করছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তী ফুটবলার গুতি।

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) গিয়েছেন নেইমার। তবে সেখানেও মন টিকছে না তার। আজ সতীর্থ তো কাল কোচের সঙ্গে লেগে যাচ্ছে। এর মধ্যে তাকে দলে নেয়ার জন্য উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। যে কোনো সময় ফ্রান্স ছেড়ে নেইমার স্পেনে চলে যেতে পারেন, এমন গুঞ্জনও বাতাসে।

রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার নেইমারকে নিয়ে বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে সে এই শার্টটা (রিয়ালের) পড়বে। যদি সে ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, তবে শুধুমাত্র রিয়াল মাদ্রিদই তার জন্য বাকি আছে।’

নেইমার রিয়ালে আসলে ফরোয়ার্ডদের মধ্যে একজনকে অবশ্যই দল ছাড়তে হবে। গুতি মনে করছেন, একমাত্র রোনালদো ছাড়া ক্লাবে কারও জায়গাই নিশ্চিত নয়, ‘এখন আর কেউ স্পর্শাতীত নয়। শুধু রোনালদো। কারণ সে এই জায়গাটা অর্জন করেছে। বেল আর বেনজেমা গ্রেট খেলোয়াড়। তবে তারা যদি সেরা ছন্দে থাকে, তবেই শুধু রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ৪:০৩ অপরাহ্ণ