২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অগ্রগতিতে অসন্তুষ্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইহ হাউস আরও বলছে, প্রথমবারের মতো এর জন্য পাকিস্তানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র।

গেল আগস্টে ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ে যে নীতি ঘোষণা করেছিলেন সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব বলেন রাজ শাহ।

রাজ শাহ বলেন, আফগানিস্তানে আমরা আমাদের মিত্রদের সাথে কাজ করছি। আইএসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আমরা তাদের ঘাঁটি থেকে শত শত জঙ্গিকে সরিয়ে দিয়েছি। তাদের শীর্ষ নেতারা নিহত হয়েছেন।

পৃথক এক সংবাদ সম্মেলনে পেন্টাগন বলেছে, ট্রাম্পের দক্ষিণ এশীয় নীতি পাকিস্তানের জন্য একটা সুযোগ।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ৩:৫১ অপরাহ্ণ