১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

সাগরে ট্রলার থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে চোরাকারবারীদের ধাওয়া করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে সেন্টামার্টিনের পূর্ব দিকের সাগরে অভিযান চালায় কোস্টগার্ড।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান সাগরে ফেলে চোরাকারবারী দলটি মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় একটি বস্তায় পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ ওই ইয়াবা চালানটি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ৯:৫৯ পূর্বাহ্ণ