কক্সবাজার প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ৩৩ কোটি ৬০ লাখ টাকা মুল্যের ১১ লাখ ২০ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার টেকনাফ নাফ নদীর খোরেরমুখ শ্বশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি টেশনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান ওই এলাকায় প্রবেশ করেছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহলদল অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা সাগরের দিকে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে প্লাষ্টিকের বস্তা ভর্তি ১১ লাখ ২০ ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মুল্য আনুমানিক ৩৩ কোটি ৬০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবা গুলো টেকনাফ বিজিবি সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

