স্পোর্টস ডেস্ক:
বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় অধ্যায়। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে এর। বাংলাদেশ সময় রাত ১১টায় ওপেনিং ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও নবাগত মুলতান সুলতানস। পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া এ টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ মার্চ, করাচিতে ফাইনাল দিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এ আসরে অংশ নিচ্ছে ৬টি দল- পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও নবাগত মুলতান সুলতানস।
এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন পাঁচ ক্রিকেটার। বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে খেলবেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সাব্বির রহমান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন মাহমুদউল্লহ রিয়াদ। আর লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। উৎসবমুখর রাতে স্টেডিয়ামে উপস্থিত হাজারও দর্শককে বিনোদিত করতে চেষ্টার ত্রুটি নেই কর্তৃপক্ষের। আলোকোজ্জ্বল উদ্বোধনী মঞ্চ রাঙাবেন দেশি-বিদেশি শোবিজ জগতের একঝাঁক তারকা। আইপিএলের মতো ক্রিকেট দুনিয়াকে তাক লাগানো উপস্থাপনা দেখাতে চাইছেন তারা। পিএসএলের সব ম্যাচই সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টিভি।
একনজরে পিএসএল-২০১৮তে কে কোন দলে
পেশোয়ার জালমি: ড্যারেন স্যামি (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, সাকিব আল হাসান, কামরান আকমল, আন্দ্রে ফ্লেচার, রিকি উইসেলস, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, হারিস সোহেল, ক্রিস জর্ডান, খুশদিল শাহ, মোহাম্মদ আসগার, ডোয়াইন ব্রাভো, লিয়াম ডসন, হাম্মাদ আযম, সাদ নাসিম, তৈমুর সুলতান, উমাইদ আসিফ, সামিন গুল ও ইবতিসাম শেখ।
করাচি কিংস: ইমাদ ওয়াসিম (অধিনায়ক), শহীদ আফ্রিদি, রবি বোপারা, বাবর আযম, মোহাম্মদ আমির, কলিন মুনরো, এউইন মরগান, উসমান খান, কলিন ইনগ্রাম, জো ডেনলি, লেন্ডল সিমন্স, টাইমল মিলস, ডেভিড উইজি, উসামা মির, খুররম মনজুর, মোহাম্মদ রিজওয়ান, তাবিশ খান, মোহাম্মদ ইরফান জুনিয়র, মুশতাক আহমেদ, শফিউল্লাহ বাঙ্গাস ও হাসান মহসিন।
লাহোর কালান্দার্স: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), উমর আকমল, সুনিল নারাইন, মোস্তাফিজুর রহমান, ফখর জামান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান।
ইসলামাবাদ ইউনাইটেড: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, রুম্মন রইস, শাদাব খান, লুক রনকি, ফাহিম আশরাফ, স্যাম বিলিংস, স্যামুয়েল বদ্রি, অ্যালেক্স হেলস, স্টিভেন ফিন, সামিট প্যাটেল, ইফতিখার আহমেদ, আমাদ ভাট, আসিফ আলি, জাফর গোহার, শাহিবজাদা ফারহান, রোহেইল নাজির ও হুসাইন তালাত।
মুলতান সুলতান্স: শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, কুমার সাঙ্গাকারা, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, ইমরান তাহির, ড্যারেন ব্রাভো, আহমেদ শেহজাদ, জুনায়েদ খান, শোয়েব মাকসুদ, ইরফান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, নিকোলাস পুরান, রস হুইটলি, আব্দুল্লাহ শফিক, সাইফ বদর, হার্দাস ভিলিয়ন ও উমর গুল।
দৈনিকদেশজনতা/ আই সি