১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

প্রায় মরেই গিয়েছিলেন সেরেনা?

স্পোর্টস ডেস্ক:

সর্বকালের সেরা মহিলা টেনিস তারকা। ২৩ গ্র‌্যান্ড স্লামের মালিক তিনি। ফেড কাপে কোর্টে নামছেন। নামবেন দেশের প্রতিনিধিত্ব করতে।কন্যাসন্তানের জন্মের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন সেরেনা। অবশেষে কোর্টে ফিরছেন তিনি।

র‌্যাকেট হাতে নেওয়ার আগেই একটি সত্য প্রকাশ্যে আনলেন তিনি। সেরেনা জানিয়েছেন, সন্তানের জন্মের সময় প্রায় মরেই যাচ্ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সেরেনার কথায়, ‘বেঁচে আছি এটাই বড় ব্যাপার। জরুরীকালীন অবস্থায় আমার মেয়ে জন্মায়। ওঁর হৃৎস্পন্দন আচমকা কমে গিয়েছিল। অস্ত্রোপচার অবশ্য ভালভাবেই হয়। কিন্তু তারপরে শুরু হয় সমস্যা। সন্তানের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে আচমকাই আমার শারীরিক সমস্যা তৈরি হয়। অন্তত ৬ দিন এমার্জেন্সিতে ছিলাম আমি। রক্ত জমাট বেঁধে আমার ফুসফুসে ঢুকে গিয়েছিল। যদিও আমার ফুসফুসে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা আছে। আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম। শ্বাস–প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সঙ্গে সঙ্গেই নার্সদের খবর দিই। আবার অস্ত্রোপচার হয়। ডাক্তাররা জানায়, আমার তলপেটে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। বাড়ি ফেরার পর ৬ সপ্তাহ আমি বিছানায় শয্যাশায়ী ছিলাম।’সুস্থ হওয়ার পর ডাক্তারদের ধন্যবাদও জানান সেরেনা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ৪:০২ অপরাহ্ণ