১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বৃহস্পতিবার এক ভয়াবহ ভূমিধসে ১১ জন নিখোঁজ ও আরও ১৪ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। নিখোঁজ লোকেরা কৃষক। স্থানীয় সময় সকাল আটটায় জাভার মধ্যাঞ্চলের ব্রেবেস জেলায় শস্য পরিচর্যার সময় এ দুর্ঘটনা ঘটে।

জেলা দুর্যোগ প্রশমন কর্মকর্তা সুতোপো পুররো নুগরোহো এক বিবৃতিতে বলেন, ‘ধান ক্ষেতে কাজ করার সময় কৃষকরা ভূমিধসে চাপা পড়ে।’
পার্বত্য এলাকায় একটানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এই ভূমিধস হলো। প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে আহত আরও ১৪ কৃষক পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

জেলা দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, সেনা, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আবারো ভূমিধসের আশঙ্কায় স্থানীয়রা ওই এলাকায় প্রবেশ করছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ