১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

বিশ্বকাপকে পণ্য বানাতে গিয়ে রুশ হোটেলের জরিমানা

স্পোর্টস ডেস্ক:

এ বছরের জুনে রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমকালো আয়োজন বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। এরই মধ্যে বাছাই পর্ব শেষ করে চূড়ান্তপর্ব খেলার প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। মাসব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী ৩২টি দেশের ফুটবলার ও দল সংশ্লিষ্ট অফিসিয়ালের পাশাপাশি মেলা বসবে ফুটবল প্রেমীদেরও। বিশ্বফুটবলের সর্বোচ্চ এ আসরের খেলাগুলো স্টেডিয়ামে বসে দেখতে এরই মধ্যে রাশিয়ামুখী হতে শুরু করেছে ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, সেই স্রোত আরও বাড়ছে। এটাকে কেন্দ্র করে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে রাশিয়ার পর্যটন ভিত্তিক বিভিন্ন ব্যবসা। এ দিকে অতি মুনাফার লোভে কোন কোন হোটেল তাদের সেবার মূল্য আকাশচুম্বী করে দিয়েছে। তবে, সুখের কথা, রাশিয়ার কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে হোটেলের সেবার দাম অবৈধভাবে বাড়ানোর জন্য তারা দুইটি শহরের শতাধিক হোটেলকে জরিমানা করেছে।

রাশিয়ার রোজপোত্রেবনাদজর কনজুমার রেগুলেটর জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে হোটেলগুলো তাদর সেবার মূল্য ৫৭০ ভাগ পর্যন্ত বাড়িয়েছে। তবে, অতি মুনাফার আশায় এভাবে মূল্যবৃদ্ধি রুখতে রাশিয়ান কর্তৃপক্ষ একটি আদেশ জারি করেছে। এরই আওতায় কনজুমার রেগুলেটরের মস্কো শাখা ১৯৮ প্রতিষ্ঠান ও ১৮১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৫.৯৫ মিলিয়ন রুবল (১০৫, ০০০ ডলার) জরিমানা আদায় করেছে।

ইয়েকাতেরিনবার্গের এর উরাল মাউন্টেন সিটিতে মেক্সিকো ও ফ্রান্স নিজেদের গ্রুপ পর্যায়ে একটি করে ম্যাচ খেলবে। রেগুলেটর জানিয়েছে, এখানে তারা এমন ৭টি হোটেল খুঁজে পেয়েছে যারা অতিরিক্ত টাকা নিচ্ছে। এর মধ্যে কয়েকটি হোটেলকে তো তারা ৩ বার পর্যন্ত জরিমানা করেছে। অতিরিক্ত সেবা মূল্যের কারণে যাতে রাশিয়া সম্পর্কে নেতিবাচক প্রচারণা সৃষ্টি হয়ে না যায়, সে জন্য তারা হোটেলগুলোতে নিয়মিত নজরদারী চালাচ্ছে। সূত্র: এপি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ