নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় অস্ত্রসহ নয়জনকে গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার দুপুরে সহকারী পরিচালক (এএসপি-মিডিয়া) মো. ফিরোজ কাউছার এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মপুরের বিক্রমপুর সুইটস অ্যান্ড বেকারি ও শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. অবিদ (২১), মো. ইমন (২০), মো. বাবু (১৯), মো. রুবেল (২০), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. ইমন (১৯), মো. রেজাউল (২০), মো. সুজন (২০) ও আরিফ হোসেন (৩১)।
তাদের কাছ থেকে একটি চাপাতি, দুইটি ছুরি, দুইটি ড্যাগার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এএসপি ফিরোজ কাউছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় টাকা, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে।
তিনি বলেন, রাতে তারা দুই বা ততোধিক দল একত্রিত হয়ে বিভিন্ন ফ্ল্যাটে ও ফাঁকা বাড়িতে গ্রিল কেটে বা তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

