১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

আরবে কাল রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরব এবং বেশ কয়েকটি দেশে শনিবার রোজা শুরু হচ্ছে। বৃহস্পতিবার কোথাও চাঁদ  দেখা যায়নি।
সৌদি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানায়, নতুন চাঁদ বৃহস্পতিবার দেখা যায়নি। এ কারণে রোজা শুরু হবে শনিবার।
এদিকে আরব ইউনিয়ন ফর অস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য খালিদ আল জাক বলেন, বৃহস্পতিবার ইসলামি বিশ্বের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রোজা শুরু হবে শনিবার। ফলে এবার রোজা হবে ২৯টি।

সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইয়েমেন, বাহরাইন, ইরাক, লেবানন, ঘানাও জানিয়েছে, তাদের দেশে রোজা শুরু হবে শনিবার।
সূত্র : আরব নিউজ

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৬, ২০১৭ ১০:৩০ পূর্বাহ্ণ