১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

রংপুরে পিকআপ ও বাসের সংঘর্ষে নিহত ৩

রংপুর প্রতিবেদক:
তারাগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালি পোদ্দার পাড়া পাকার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অলি আহম্মেদ ফিজার (১২), রত্না (৩৫) এবং শাহাবুদ্দিন (৫০)।
পুলিশ জানিয়েছে, রংপুর থেকে সৈয়দপুর গামী পিকআপ ভ্যান মহাসড়কের পাকার পুল এলাকায় আসলে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের ১০জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার তিনজন মারা যান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৯:০১ অপরাহ্ণ