সাতক্ষীরা প্রতিবেদক:
সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সাতক্ষীরা সদর থানার ১২ জন, কলারোয়া থানার সাতজন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার তিনজন, আশাশুনি থানার চারজন, দেবহাটা থানার দুইজন ও পাটকেলঘাটা থানার নয়জন।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আলী আজম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

