২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫১

পাচারকালে বগুড়ায় ১৫০ বস্তা চাল উদ্ধার

বগুড়া প্রতিবেদক:
বগুড়ার শেরপুরের জোড়গাছা এলাকা থেকে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিডি) ১৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তা থানায় রাখা হয়েছে। তবে পুলিশ মূলহোতাকে আটক করতে পারেনি।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের ২১৮জন হতদরিদ্র কার্ডধারীদের মধ্যে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত ৩০ কেজি করে ভিজিডির চাউল বিতরণ করা হয়। সুযোগ বুঝে ওই ইউনিয়নের সূত্রাপুর গ্রামের চাউল ব্যবসায়ী শম্ভু ওরফে বিমল সরকারি ১৫০ বস্তা (৩০ কেজি ওজনের) চাউল ক্রয় করে। মঙ্গলবার সন্ধ্যায় ২টি ট্রলিতে করে ক্রয়কৃত চাউল মির্জাপুর বাজারে তার গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে আসলে স্থানীয় লোকজন সরকারি চাউল পাচার হচ্ছে এ মর্মে ট্রলি দুটো আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  বুলবুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল থেকে চাউলসহ ট্রলি দুটোকে থানায় নিয়ে আসেন। তবে চাউল ব্যবসায়ীকে শম্ভুকে আটক করতে পারেনি।
সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, যথাযথ নিয়ম মেনে চালগুলো ভিজিডির কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে বাইরে গিয়ে বিক্রি করলে আমার কি করার আছে। শেরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগে চাউলগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৬:৩২ অপরাহ্ণ