১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিবেদক:

চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন। আনোয়ারা ও হাটহাজারি উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আনোয়ারা উপজেলার মাজার গেইট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রকাশ দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এএসআই আলাউদ্দিন জানান, গাড়ির ধাক্কায় আহত প্রবালকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৫:৩১ অপরাহ্ণ