নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেশী দেশ ভারতে এই প্রথম চালকবিহীন গাড়ি আসছে। এই গাড়ি আনছে টাটা। আগামী দুই বছরের মধ্যেই টাটার এই চালকবিহীন গাড়ি সড়কে চলবে। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চালকবিহীন গাড়ি আনতে টাটাকে কারিগরি সহযোগিতা দিতে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করছে। টাটা চাইছে শিগগিরই এই চালকবিহীন গাড়ি ভারতের রাস্তায় পরীক্ষা-নীরিক্ষা করতে।
টাটার এই চালকবিহীন গাড়ির চারপাশে নজর রাখার জন্য লাগানো থাকবে মোট ১২ টি ক্যামেরা। ৫ থেকে ৬ টি লেজার সেন্সর লাগানো হবে এতে। দুটি গাড়ির মধ্যে যোগাযোগ কীভাবে রাখা যায় তা নিয়েই চলছে গবেষণা। কোনও জিনিসে ধাক্কা মারার আগে অ্যালার্ট দেওয়ার ব্যবস্থা থাকবে গাড়িটিতে। মোবাইল কিংবা ট্যাব থেকেও গাড়িটি কন্ট্রোল করা সম্ভব হবে।
এই গাড়ির জন্য উচ্চ রেজুলেশনের ক্যামেরা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে টেল আভিভ ইউনিভার্সিটিকে। টাটার এই নতুন প্রজেক্ট প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলেও মনে করা হচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ