আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় গত দুই দিনে বিমান হামলা ও সামরিক অভিযানে অন্তত ২৫০ জন লোক নিহত হয়েছে। শুধু মঙ্গলবারই বিমান ও সেনাবাহিনীর হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার পর্যন্ত সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘুতা ছিটমহলে বিমান হামলা ও গোলা হামলা অব্যাহত আছে। মঙ্গলবারের হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। আর গত ৪৮ ঘণ্টায় আড়াই শতাধিক লোক নিহত হয়েছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ২০১৩ সালের পর ঘুতায় এই প্রথম দুই দিনে এত লোক নিহত হলো। এর ২০১৩ সালে রাসায়নিক হামলায় কয়েক শ লোক নিহত হয়। সংস্থাটি বলছে, মঙ্গলবারের বোমা হামলায় ঘুতায় ১০৬ জন লোক মারা গেছে।
জাতিসংঘ বলছে, গত দুই দিনে এই অঞ্চলে ছয়টি হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে। এর মধ্যে তিনটি কার্যক্রম চালানোর অযোগ্য হয়ে গেছে। এ সব হামলায় বেশ কিছু লোক নিহত হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ২০১৩ সাল থেকে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন খালিদ আবুল আবেদ। তিনি বলেন, ঘুতার পরিস্থিতি ভয়াবহ ও বিপর্যয়কর।
দৈনিক দেশজনতা /এমএইচ