১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

পুলিশের অভিযানে মাদকদ্রব্য ‍উদ্ধার, গ্রেফতার ৬০ জন

নিজস্ব প্রতিবেদক:

গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন হাইওয়েতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসময় ৬০ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদের মধ্যে কুমিল্লায় ৭৬,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১টি মাইক্রোবাস, ১টি লং ভেহিক্যাল, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গাজীপুরে ৩৯৫ বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১টি ট্রাক ও ১টি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

বগুড়ায় ১৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদারীপুর হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা করে।

তাছাড়াও হাইওয়ে ও বিভিন্ন থানা/ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ৭৬,৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৮০৩ বোতল ফেন্সিডিল, একটি মাইক্রোবাস, একটি লং ভেহিক্যাল, একটি ট্রাক, একটি পিকআপ, একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, যানবাহন ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১০:৩১ পূর্বাহ্ণ