নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ভূ-উপরিভাগের মাটি রক্ষায় সরকার গণপূর্ত নীতিমালায় পোড়া ইটের বিকল্প হিসেবে থারমাল ব্লক, হলো ব্লক অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, ‘পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করা না হলে ভবিষ্যতে দেশ খাদ্য সংকটে পড়বে। পোড়ামাটির ইটের চেয়ে হলো ব্লক বা থার্মাল ব্লক অনেক সাশ্রয়ী। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী ২০২০ সালের মধ্যে পোড়া ইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার কথা রয়েছে। সরকার সে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।’
আজ মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে (এইচবিআরআই) উদ্ভাবিত নির্মাণসামগ্রী ও প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষিজমি সুরক্ষার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, নগর ও অঞ্চল পরিকল্পনা আইনে কৃষি জমি সুরক্ষার বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে। বর্তমানে আইনটি ভেটিং-এ রয়েছে। শিগগিরই এ আইন সংসদে তোলা হবে। বাসস।
দৈনিক দেশজনতা /এন আর