১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

সিরিয়ায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইস্টার্ন গৌতায় দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা এক শ’ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। এ হামলায় আহত হয়েছেন ৩২৫ জন।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, দামেস্কের উপকণ্ঠে সোমবারের বিমান হামলায় যত সংখ্যক বেসামরিক লোক প্রাণ হারিয়েছে ২০১৫ সালের পর একদিনের কোনো হামলায় এটিই ছিল সবচেয়ে বেশি লোকের নিহত হওয়ার ঘটনা।

সরকারি বাহিনী ২০১৩ সাল থেকে এই বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাটি অবরোধ করে রেখেছে। এলাকাটিতে বিমান হামলা, রকেট ও গোলাবর্ষণ করে তীব্র আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা।

এ ব্যাপারে সিরিয়ার সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

জাতিসঙ্ঘ জানিয়েছে, দামেস্ক সংলগ্ন কয়েকটি স্যাটেলাইট টাউন ও কিছু খামার এলাকা নিয়ে গঠিত পূর্ব গৌতায় প্রায় চার লাখ লোক বসবাস করে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৭:০৯ অপরাহ্ণ