১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম প্রতিবেদক:

পুলিশের লাঠিপেটা আর কাঁদুনে গ্যাসের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে সরে গিয়ে প্রক্টর কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের একটি অংশ। হামলাকারীরা ক্যাম্পাসে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার দুপুরে ক্যাম্পাসে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের আনুসারীদের মধ্যে সংঘর্ষের পর রাতে দুইটি হলে তল্লাশি চালিয়ে দেশীয় ধারালো ও দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

তল্লাশীর সময় ‘পুলিশের দুর্ব্যবহারের’ প্রতিবাদে ও প্রক্টরের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে নাছিরের অনুসারী চবি ছাত্রলীগের অংশটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয়। আধাঘণ্টা পর পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।

এর কিছুক্ষণ পরই ছাত্রলীগের ওই অংশের কয়েকজন কলা অনুষদ ভবনে প্রক্টর কার্যালয় ও পরিবহন দপ্তরে গিয়ে ভাংচুর চালায়।

হামলাকারীরা প্রক্টর কার্যালয় ছাড়াও বাইরে থাকা প্রক্টর, সময় টেলিভিশন ও প্রক্টর আলী আজগর চৌধুরীর গাড়ি ভাংচুর করে। এছাড়া পরিবহন দপ্তরে নয়টি বাস, তিনটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান ভাংচুর করা হয়।

জনা গেছে, প্রথমে বাইরে থেকে ছাত্রলীগ কর্মীরা ইট নিক্ষেপ করা শুরু করে। ওই সময় আমরা নিজেদের রক্ষায় মাটিতে বসে গেলে তারা কার্যালয়ের ভেতরে আমাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে।

এই হামলার নিন্দা জানিয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, সাংবাদিকরা আমার কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আ জ ম নাছিরের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত, যাদের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৬:২৯ অপরাহ্ণ