অনলাইন ডেস্ক:
হলের পুলিশ কনস্টেবলকে হল গেটে বসে সিগারেট টানতে নিষেধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষাথী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম অভি। তিনি মতিহার হলের আবাসিক শিক্ষাথী। মারধরকারী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল গেটের দায়িত্বরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, অভির মা বগুড়া থেকে তার বড় বোনকে নিয়ে আসছিল। তাই অভি তার মায়ের জন্য বিনোদপুর গেটের (বাস থামায় যেখানে) কাছে মতিহার হল গেটে বসেছিল সকাল সাড়ে ৭টার দিকে। তখন ওই গেটে দায়িত্বরত পুলিশ ছিল কনস্টেবল শফিকুল ইসলাম। হঠাৎ করে তিনি সিগারেট ধরিয়ে টানতে শুরু করেন। অভি বলেন, সিগারেটের ধোঁয়ায় আমার সমস্যা হচ্ছে। একটু পাশে গিয়ে শেষ করে আসেন। তখন কনস্টেবল শফিকুল ওই শিক্ষার্থীর ওপর ক্ষেপে গিয়ে হাতে থাকা রাইফেলের বাট দিয়ে আঘাত করতে থাকেন। আর উচ্চস্বরে বলেন, ‘কে রে তুই? আমাকে চিনিস? কোন সাহসে দূরে গিয়ে সিগারেট খেতে বলিস?’ ধাক্কাতে ধাক্কাতে তাকে (অভিকে) হল গেটের বাইরে বের করে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
জানতে চাইলে রাবি প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভুক্তভোগী ও অভিযুক্তকে নিয়ে বসে মীমাংসা করে দেওয়া হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘মতিহার হলের ডিউটি থেকে কনস্টেবল শফিকুলকে প্রত্যাহার করা হয়েছে। আমরা দুই পক্ষের কথাও শুনেছি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।’
দৈনিক দেশজনতা/এমএম