১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—’অনিক পরিবহনের’ চালক ও গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে ফারুক হোসেন ও একই বাসের যাত্রী চাঁপাইনবাবগঞ্জের নয়নসুকা গ্রামের তৈমুর রহমানের ছেলে আব্দুল্লাহিল কাফি।

গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন জানান, সকালে ‘একতা পরিবহনের’ একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ীর কামারপাড়া বাজারে বাসটির সঙ্গে রাজশাহীগামী ‘অনিক পরিবহন’র আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ‘অনিক পরিবহনের’ চালক ফারুক হোসেন ও কাফির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় বাস দুটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে সেখান থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৬:১০ অপরাহ্ণ