নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় পড়ে আশ্চর্যান্বিত হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, রায়ের পর্যবেক্ষণে অনেক ভুল-ভ্রান্তি এবং অনেক উদ্দেশ্যমূলক বক্তব্য রয়েছে।
আজ মঙ্গলবার এ মামলার রায়ের বিপক্ষে হাইকোর্টে আপিল আবেদন দাখিলের পর সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ অভিযোগ করেন, রায়ের পর্যবেক্ষণের বেশির ভাগ বক্তব্য অবান্তর। তার ভাষায় এর পাঁচ ভাগের চার ভাগ বক্তব্যই অবান্তর।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সাক্ষ্য-প্রমাণের প্রমাণিত হয় না। বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার জন্যই তাকে এভাবে সাজা দেয়া হয়েছে। আমরা আশা করি উচ্চ আদালতে তিনি খালাস পাবেন।
মওদুদ আহমদ জানান, অনেকগুলো গ্রাউন্ডে আপিল আবেদন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার আমরা খালেদা জিয়ার জামিন এবং আপিল গ্রহণের আবেদন করব।
ব্রিফিংকালে মওদুদ আহমদর সাথে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকানসহ আরো অনেক আইনজীবী।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ আরো চারজনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর