আন্তর্জাতিক ডেস্ক:
শুধু ডোকলামই প্রথম নয়, চীনের ঔদ্ধত্য আগেও দেখেছে ভারত। বর্তমানে তাই চীনকে আরো চাপে রাখার কথাই ভাবছে ভারত। এবার দেশটির সাধারণ এয়ারপোর্ট থেকে সুখোই যুদ্ধবিমান ওড়ানোর ব্যবস্থা করছে ভারতের বিমানবাহিনী।
কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, ১৯ ও ২০ ফেব্রুয়ারি দেরাদুনের ‘জলি গ্রান্ট’ এয়ারপোর্ট থেকে সুখোই যুদ্ধবিমান ওড়ানো হবে। বিমানবাহিনীর এই পদক্ষেপকে ভারতের কূটনৈতিক চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অদূর ভবিষ্যতে চীন যদি ভারতের দিকে এক পা-ও এগোনোর চেষ্টা করছে, তাহলে ছেড়ে কথা বলবে না ভারত। আর তারও জোর প্রস্তুতি নিচ্ছে দেশটির এয়ার ফোর্স। কারণ সম্প্রতি উত্তরাখণ্ডের আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছিল চিনের এয়ারক্রাফটকে। চীনা আগ্রাসন প্রতিহত করাটাই এই মুহূর্তে ভারত সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। যেভাবে পাকিস্তান থেকে শুরু করে নেপাল-শ্রীলঙ্কার মত প্রতিবেশী দেশে চীন আধিপত্য বিস্তার করছে, তাতে রীতিমতো চিন্তিত ভারত।
দৈনিকদেশজনতা/ আই সি