১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

মেসির চেয়ে এগিয়ে রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার ফর্মহীনতার মাসুল গুনতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কোপা ডেল রে থেকে ছিটকে গেছে লস ব্লাঙ্কোজরা। লা লিগা শিরোপার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে যোজন যোজন পিছিয়ে পড়েছে তারা। আশা বলতে যা টিকে রয়েছে চ্যাম্পিয়নস লিগে।

অন্যদিকে আগুনে ফর্মে আছেন লিওনেল মেসি। একরকম একক নৈপুণ্যে দলকে তুলেছেন কোপা ডেল রের ফাইনালে। স্পেন সেরা লিগ লা লিগায় কাতালানদের রেখেছেন শীর্ষে। ইউরোপের ক্লাবগুলোর প্রতিযোগিতায় দৌড়ে তাদের রেখেছেন সামনের সারিতে। তবু চলতি মৌসুমে মেসির চেয়ে রোনাল্ডোর পারফরম্যান্স ভালো। তা গোল করার হারে। সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন সিআর সেভেন। ম্যাচপ্রতি গড় প্রায় শূন্য দশমিক ৮৬। আর ৩৮ ম্যাচে মাঠে নেমে ২৭ গোল করেছেন খুদে জাদুকর। ম্যাচপ্রতি গড় শূন্য দশমিক ৭১।

এ মৌসুমে মেসির চেয়ে ৯ ম্যাচ কম খেলেছেন রোনাল্ডো। তা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গেছেন তিনি। অবশ্য পর্তুগিজ উইঙ্গারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে আর্জেন্টাইন সুপারস্টারের। সামনের ম্যাচগুলোতে গোলের হারটা বাড়িয়ে নিতে পারলে তাকে ছাড়িয়ে যাবেন তিনি। অবশ্য ঘরোয়া লিগে গোলের হারে রোনাল্ডোর চেয়ে এগিয়ে মেসিই। স্প্যানিশ টুর্নামেন্টগুলোতে ম্যাজিসিয়ানের গোলের গড় শূন্য দশমিক ৮৩। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীর গড় শূন্য দশমিক ৮১।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৩:১৬ অপরাহ্ণ