১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

লক্ষ্মীপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে ভাতিজার চুরিকাঘাতে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক রুবেল ওই গ্রামের আবুল বাশারের ছেলে। নিহত হারুনুর রশিদ মালয়েশিয়া প্রবাসী ও আবু জাফরের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রাতে পরিবারের সঙ্গে সময় দিচ্ছিলেন প্রবাসী হারুনুর রশিদ। এ সময় তার ভাতিজা রুবেল এসে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রুবেল পেটে ছুরিকাঘাত করলে হারুনের পেট থেকে নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতিতে হলে তাকে নেয়া হয় নোয়াখালি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান হারুন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নিহতের ভাতিজাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৩:০৮ অপরাহ্ণ