২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৮

আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক:

যদি বলা হয় ক্রিকেটের ইতিহাসে কয়েকজন জনপ্রিয় খেলোয়াড়ের নাম। তাহলে সেরা দশে থাকবেন শহীদ আফ্রিদি। ক্রিকেট দুনিয়ায় অনেক জনপ্রিয় পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটার। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনবার অবসর নিয়েও নানা কারণে আবারো ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। সর্বশেষ ২০১৬’র টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি।

কিন্তু সম্প্রতি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই তারকা ক্রিকেটার। ২০১৭’র সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ধ্বংস হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। মূলত এ স্টেডিয়াম দু’টির সংস্কারের অর্থ উপার্জনের জন্য একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের লর্ডসে আগামী ৩১ মে’তে এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ম্যাচটিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশ। আর এই ম্যাচটিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে আইসিসি। বিশ্ব একাদশের হয়ে এই ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন আফ্রিদি। ম্যাচটির বিষয়ে তিনি এখনো তেমন কিছু জানেন না। তবে সুযোগ পেলে এই ম্যাচে খেলতে চান তিনি। এ বিষয়ে এক মিডিয়াকে আফ্রদি বলেন, ম্যাচটির বিষয়ে আমি বিস্তারিত তেমন কিছু জানি না। তবে যদি প্রস্তাব পাই, তাহলে নিজেকে বিবেচনা করব। আর যদি তিনি এই ম্যাচটি খেলেন তাহলে অবসর ভেঙে চতুর্থবারের মতো আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন পাকিস্তানের এ ড্যাশিং ক্রিকেটার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৩:০০ অপরাহ্ণ