নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার কারণে মেধাবীরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। অনেক মেধাবীরা ভালো করার পরও তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। কোটা ব্যবস্থার ফলে মেধাবীদের হতাশা আরও বেড়ে যাচ্ছে। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী গোলাম মোরশেদ। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দ্বিতীয় দিনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী হৃদয় খানের সভাপতিত্বে ও ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী মাসুদ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের মমিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের ইমরান হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৬ কোটি মানুষের দেশে কোটা ব্যবস্থা যায় না। মাত্র ৫ শতাংশ ব্যক্তির জন্য ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা অযৌক্তিক। অবিলম্বে কোটা ব্যবস্থা সংস্কার করে ১০ শতাংশ করার দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা ৫ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হল- কোটা ব্যবস্থা ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকরি না দেওয়া, কোটার জন্য বিশেষ সার্কুলার না দেওয়া, চাকরির ক্ষেত্রে সকলের জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন-মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধন থেকে আগামী রোববার বেলা সাড়ে ১১টায় তৃতীয় দিনের কর্মসূচি ঘোষণা দেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

