১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

ডেমরায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরা এলাকায় একটি বাড়ি থেকে ইশরাত জাহান ইলা (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ইশরাত চাপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। সে আইডিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় ডেমরার সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইশরাতের মা আসমিয়া আক্তার জানান, সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইলা স্কুল থেকে বাসায় ফেরে। এর পর পোশাক পরিবর্তন করার জন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মাগরিবের নামাজ শেষে দরজা খুলতে বললে কোনো সাড়াশব্দ না পেয়ে তার সন্দেহ হয়। পরে দরজার ছিটকানি ভেঙ্গে ভিতরে ঢুকে ইলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
ইলাকে উদ্ধার করে প্রতিবেশীদের সাহায্যে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসমিয়া আক্তারের ধারণা—আত্মহত্যা করেছে ইলা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ