১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০

সাতক্ষীরায় কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, আটক ৭

নিজস্ব প্রতিবেদক:

যশোর র‌্যাব-৬ সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিযান চালিয়ে দুটি পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে। মঙ্গলবার সকালে পাটকেলঘাটা থানার কুটিঘাটা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৬ এর অপারেশন অফিসার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তার নেতৃত্বে পাটকেলঘাটর কুটিঘাটা বাজারে অভিযান পরিচালনা করে। সেখানে ভারত থেকে নিয়ে আসা দুটি পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়। মালামালগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল।
তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়েছে। জব্দ মালামালের মূল্য প্রায় এক কোটি টাকা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ