১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

আফগানিস্তান ১৪৬ রানে হারাল জিম্বাবুয়েকে

স্পোর্টস ডেস্ক:

সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। এবার সেই ম্যাচেও জয় তুলে নিল আফগানিস্তান। তাও আবার ১৪৬ রানের ব্যবধানে। এ জয়ে ৫ ম্যাচ সিরিজ ৪-১ নিজেদের করে নিয়েছে আফগানরা।

শারজাহতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ শেহজাদ। তবে দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন জাভেদ আহমাদি ও রহমত শাহ। দুইজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। সাজঘরের ফেরার আগে জাভেদ আহমাদি (৭৬) ও রহমত শাহ (৫৯) রান করেন।

আফগানদের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলটির ৮ জন ব্যাটসম্যানের রান হল ৭, ১, ০, ০, ৮, ০*, ০, ০। ঠিক যেন টেলিফোন নম্বর। সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। ২৭ রান করেন টেইলর। এতেই ৩২.১ ওভারে ৯৫ রানে অলআউট দলটি।

আফগানিস্তানের হয়ে ৫.১ ওভারে ১ মেডেনসহ ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান। ২টি করে উইকেট নেন শরাফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ