নিজস্ব প্রতিবেদক:
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের সেক্রেটারি যাকিউল হক জাকীর পরিচালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের সহসভাপতি কবি মোশাররফ হোসেন খান।
সভাপতি তার আলোচনায় বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জাগরণের কবি, তারুণ্য ও যৌবনের কবি। ঘুমন্ত মুসলিম জাতিকে তিনি তার কবিতা ও গানে জাগিয়ে তুলেছিলেন।
১৯৫২র ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা তার লেখা থেকে প্রয়োজনীয় সাহস ও অনুপ্রেরণা পেয়েছি। তিনি অমর এক কবি।
তিনিই কেবল উচ্চারণ করতে পারেন- “শক্তি সিন্ধু মাঝে রহি হায় শক্তি পেল না যে/মরিবার বহু পূর্বেই জানিও মরিয়া গিয়াছে সে।”
কবির একহাতে ছিল বাঁশের বাঁকা বাঁশরী আর এক হাতে ছিল রণতুর্য। তার প্রতিবাদী, সাহসী ও তেজদীপ্ত পঙক্তি আমাদেরকে উজ্জীবীত করে, করবে আগামীতেও। এ জন্যই অনিঃশেষ নজরুল, কালাতিক্রমী নজরুল। আমাদের বাংলা সাহিত্যে তিনি তুলনারহিত এক কালজয়ী প্রতিভা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিনুর রব মানু।
এ ছাড়া স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব এম এ তাউহীদ, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের, মিডিয়া ব্যক্তিত্ব লিটন হাফিজ চৌধুরী, সাইফুল ইসলাম মিঠু, সালেহ আরিফ ও জয়নাল আবেদীন প্রমুখ।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

