১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

মৌ মেলা শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে ‘ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে ফলন’ প্রতিপাদ্যে শুরু হওয়া জাতীয় মৌ মেলা শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)। গতকাল (সোমবার) শেষ হওয়ার কথা থাকলেও তা একদিন বাড়ানো হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া দুই দিনব্যাপী এ মেলা একদিন বাড়িয়ে আজ (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত চলবে। মেলা অংশগ্রহণকারীদের অনুরোধ ও ক্রেতা দর্শণার্থীদের চাহিদার কথা বিবেচনা করে একদিন সময় বাড়ানো হয়েছে। তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মেলার দ্বিতীয় দিন (সোমবার) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন।

তিনি বলেন, আমাদের দেশে আবাদি জমি কমছে। কৃষিকে ভর্টিক্যালি কিভাবে বাড়ানো যায়, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে। খাদ্য উৎপাদনের পাশাপাশি সুষম খাবারের সাথে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। সরকারের সক্ষমতা বেড়েছে। মধ্যম আয়ের দেশে যেতে হলে সবকিছুতে এগিয়ে যেতে হবে। বিভিন্ন মেলার মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। মৌ চাষ সম্প্রসারণ, প্রক্রিয়াজাত ও বিপণনের ক্ষেত্রে রোডম্যাপ তৈরি করতে হবে।

উল্লেখ্য, মেলায় সরকারি-বেসরকারি ৫৪টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল অংশগ্রহণ করেছে। দ্বিতীয় দিন (সোমবার) পর্যন্ত প্রায় ১১ লাখ টাকার মধু বিক্রয় হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ৯:৫১ পূর্বাহ্ণ