নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আসছে রমজান মাসে তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের ‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এটি ছিল ২৫ তম বৈঠক।
কমিটি’র সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ারেসাত হোসেন বেলাল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন। এ ছাড়াও বৈঠকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫৩ ধারায় ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৬ লাখ ৬৪ হাজার ৩ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি আইনের অন্যান্য ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ পর্যন্ত সর্বমোট ২৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
বৈঠকে বিগত ২৪তম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং টিসিবির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বাসস।
দৈনিক দেশজনতা /এন আর