নিজস্ব প্রতিবেদক:
বরগুনায় অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরির দায়ে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এরা হলেন- বরগুনা চরকলোনী এলাকার মো. মাহতার হোসেন মোল্লা, আমতলা পাড় এলাকার মো. গিয়ার উদ্দীন পান্না, কালিবাড়ি এলাকার সাহিদা বেগম ও তপন।
এদের মধ্যে বিদ্যুৎ চুরির দায়ে ব্যবসায়ী মো. মাহতাব হোসেন মোল্লাকে ৯ হাজার টাকা, কৃষি ব্যাংক কর্মকর্তা মো. গিয়ার উদ্দীন পান্নাকে ৫ হাজার টাকা ও সাহিদা বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রত্যেকের বিদ্যুতের সংযোগ তার ও মিটার জব্দ করা হয়। আর অবৈধ সংযোগ প্রদানের দায়ে তপনকে পাঁচ শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং সুলতানা নাসরিন কান্তা এ জরিমানা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু গ্রাহক অবৈধ সংযোগের পাশাপাশি বৈধ সংযোগ থেকে অবৈধভাবে বাইপাস সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরির পাশাপাশি উপার্জন করে নিচ্ছে মোটা অংকের টাকা। আর এমন নিরব চুরির ফলে বরগুনায় ক্রমশই বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিড়ম্বনার শিকার হচ্ছেন বৈধ গ্রাহকগণ। বেশ কিছুদিন ধরে সচেতন মহলের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের এমন অভিযোগের পর বিদ্যুৎ চোরদের ধরতে তৎপর হয়ে উঠে বরগুনার বিদ্যুৎ বিভাগ।
এ বিষয়ে ওজোপাডিকো বরগুনা এর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎ চুরির ফলে আমাদের নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বাঁধাগ্রস্ত হওয়ায় গ্রাহকদের নিয়মিত সেবা প্রদান অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর থেকেই আমরা জেলা প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ চোর ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এর সাথে জড়িতদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনার চেষ্টা করছি। কোনো ধরনের বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ যাতে না থাকে ওজোপাডিকো এ ব্যাপারে সজাগ রয়েছে।
এ ক্ষেত্রে তিনি সকল বিদ্যুৎ গ্রাহকের সহযোগিতা কামনা করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ