স্পোর্টস ডেস্ক:
উদয় কাউলের সেঞ্চুরিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিন সাভারে বিকেএসপি’র মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে শাইনপুকুর। উদয় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে লিস্ট- এ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভারে খেলাঘরের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। ব্যাট করছেন মিনহাজ খান (১২) ও রায়হান উদ্দিন (৩)। দিনের অন্য খেলায় প্রাইম ব্যাংকের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১২১ রান করেছে তারা। জিয়াউর রহমান ৬২ ও রাকিন আহমেদ ১৫ রানে অপরাজিত আছেন।
এদিন টসে জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় খেলাঘর। ব্যাট করতে নেমে ২৬ রানে নিজেদের প্রথম উইকেট হারায় শাইনপুকুর। ব্যক্তিগত ১৪ রানে মোহাম্মদ সাদ্দামের বলে আউট হন শাদমান ইসলাম। এরপর দলীয় ৬৫ রানে সাব্বির হোসেনের (৩৪) উইকেট হারায় তারা। তৌহিদ হৃদয়কে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন কাউল। তবে ব্যক্তিগত ২৪ রানে হৃদয় ফিরে গেলে আফিফ হোসেনকে নিয়ে ১১০ রানের দারুণ এক জুটি গড়েন কাউল। আফিফ আউট হন ব্যক্তিগত ৪৩ রানে। এরপর অধিনায়ক শুভাগত হোম ও মোহাম্মদ সাইফুদ্দিন দ্রুতই ফিরে যান। সব শেষ ৭ উইকেট হারিয়ে একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে শাইনপুকুর। খেলাঘরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাদ্দাম ও মইনুল ইসলাম।
অন্য দিকে ফতুল্লাহয় দিনের অপর খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ২২৭ রান করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অধিনায়ক মেহেদি মারুফ ৪১, জাকির হাসান ২৭, আল আমিন ২৬, সাজ্জাদুল হক ৩৫ ও দেলোয়ার হোসেন ২৬ রান করেছেন। শেখ জামালের হয়ে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন রবিউল হক। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ ও ইলিয়াস সানি।
দৈনিক দেশজনতা /এমএইচ