১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ সাবরাংয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছে আরো ২ জন। রোববার রাত দেড়টার দিকে সাবরাং নুর আহমদ চেয়ারম্যান টেক নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার নুরুল আলমের ছেলে মাহাবুবুর রহমান মাবু, সাবরাং আছারবনিয়া এলাকার আব্দুল জলিল প্রকাশ জুলুর ছেলে মোহাম্মদ ইসমাইল, টেকনাফ সদরের মৌলভী পাড়ার মোহাম্মদ হেলাল ঘটনাস্থলে নিহত হয়। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। এই দুইজনের অবস্থাও আশংকজনক বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, প্রাইভেটকারে টেকনাফ থেকে সাবরাং যাওয়ার পথে আরোহিরা নুর আহমদ চেয়ারম্যান টেক (বাঁক) এলাকায় দুর্ঘটনার শিকার হন।
ধারণা করা হচ্ছে, গাড়ির দুত গতির কারণে টেকে এসে নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান জানান, সড়ক দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৩:০৬ অপরাহ্ণ