১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

জীববিজ্ঞানের প্রশ্নও ফাঁস, ২ পরীক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক:

প্রশ্নফাঁস রোধে সরকারের সব প্রচেষ্টা ব্যর্থ করে এবারের এসএসসি পরীক্ষার অন্যান্য বিষয়ের মতো জীববিজ্ঞান বিষয়ের প্রশ্নও ফাঁস হয়েছে।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় দুই পরীক্ষার্থীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ।

আটক শিক্ষার্থীরা হলো-উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবু বক্কর সিদ্দিক (১৬) ও তন্নী সাহা (১৬)। ইউএনও আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দুই পরীক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় পাঠানো হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ রেজাউল হক সাংবাদিকদের জানান, ওই দুই পরীক্ষার্থীর কাছে থাকা মোবাইল ফোনে জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গেছে। যার সঙ্গে পরীক্ষার মূল প্র্রশ্নের হুবুহু মিল। পরীক্ষার আগে কীভাবে প্রশ্ন পেয়েছে তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ২:১৯ অপরাহ্ণ