২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

টি-টোয়েন্টি সিরিজে নেই ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক:

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না দক্ষিণ আফ্রিকার। ফ্যাফ ডু প্লেসিস ও কুইন্টন ডি ককের পর এবার প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের ভারত সিরিজ শেষ। ৩৪ বছর বয়সী ডি ভিলিয়ার্স ইনজুরির কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বাদ পড়েছেন।

এ ব্যাপারে প্রোটিয়াদের টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানিয়েছেন, ‘পঞ্চম ওয়ানডেতে ব্যাটিংয়ের আগে কনুইতে চোট পান ডি ভিলিয়ার্স। যদিও শুক্রবার (ষষ্ঠ ওয়ানডের দিন) তিনি ফিটনেস পরীক্ষায় পাস করেছিলেন, কিন্তু ম্যাচের সময় ইনজুরির অবস্থা খারাপের দিকেই গেছে।’

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন ভিলিয়ার্স। তাই ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি। ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ফিরে আসলেও পঞ্চম ম্যাচের আগে কনুইতে আঘাত পান। এর আগে নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি আঙুলের হাড়ে ফাটল নিয়ে প্রথম ওয়ানডের পর বাদ পড়েন। উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক বাঁ হাতের কব্জিতে আঘাত নিয়ে ছিটকে পড়েন দ্বিতীয় ওয়ানডের পর।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ