২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২৫

নীতির প্রশ্নে পদত্যাগের অভ্যাস আমার আছে: বদরুদ্দোজা

নিজস্ব প্রতিবেদক:

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘যেদিন আমি দেখব আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনো ক্ষতি হয়েছে সেদিন আমি নির্দ্বিধায় ও আনন্দে অবসর গ্রহণ করব। এ ব্যাপারে আমার বক্তব্য সুস্পষ্ট। নীতির প্রশ্নে পদত্যাগ করার অভ্যাস আমার আছে।’ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

শনিবার এক অনুষ্ঠানে ‘ডিসেম্বরে সত্যিকার অর্থে অবসরে যাচ্ছি’ বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বদরুদ্দোজা চৌধুরীকেও অবসর গ্রহণের পরামর্শ দেন। বিবৃতিতে বি. চৌধুরী বলেন, ‘অর্থমন্ত্রীর অবসর গ্রহণের সিদ্ধান্ত সংবলিত বক্তব্য দেখেছি। অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দু’জনেই গুণী মানুষ। তাদের ব্যাপারে আমার শ্রদ্ধা রয়েছে। দু’জনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে সমালোচনা করা ভুল নয়।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ