১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

মহাজন হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ১৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

প্রায় দেড় যুগ আগে গোপালগঞ্জে এক মহাজন হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন।  চূড়ান্ত শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আজ এই রায় দেয়।

একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ১০ বছরের সাজাপ্রাপ্ত ৩ জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেলের আদেশ দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–জাকারিয়া শাপু, আলীউজ্জামান খোকন মাস্টার, শাহাদত হোসেন, হেমায়েত উদ্দিন ও শাজাহান। এর মধ্যে শাপু ও শাজাহান নামে ২ আসামি পলাতক আছেন।

আদালতের এপিপি শহীদুজ্জামান পিকু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক। ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দু’জন পলাতক।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১০ অক্টোবর দুপুরে জুম্মার নামাজ শেষে নৌকায় করে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক ছিরু মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর দিন ৩৭ জনের নামোল্লেখ করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আমেনা বেগম।
দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৫, ২০১৭ ৪:৪০ অপরাহ্ণ