স্পোর্টস ডেস্ক:
প্রথমার্ধে ২ গোল খেয়ে রিয়াল বেটিসের বিপক্ষে ফের হারের শঙ্কায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত তা বাস্তবে ফলেনি। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোজরা। এ জয়ে লা লিগার প্রথম পর্বে বেটিসের বিপক্ষে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল তারা।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ১১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মার্কো অ্যাসেনসিও। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় বেটিস। ফলে সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৩৩ মিনিটে হেডে দলকে সমতায় ফেরান আইসা মঁদি। ৩৭ মিনিটে এগিয়ে যান স্বাগতিকরা। এ সময় নিজেদের জালে নিজেই বল জড়ান নাচো ফের্নান্দেস। এর খানিক আগে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্সেলো। বিরতির পর পরই সমতায় ফেরে রিয়াল। ৫০ মিনিটে সার্জিও রামোসের দারুণ হেডে সমতায় ফেরে দলটি। এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। ৯ মিনিট পর নিজের জোড়া গোল করে দলকে এগিয়ে দেন অ্যাসেনসিও। ৬৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয়ের পথ প্রশস্ত করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৮৫ মিনিটে বেটিসের পক্ষে গোল করে খেলা জমিয়ে তোলেন সার্জিও লিওন। তবে শেষ হাসি হাসে রিয়ালই। যোগ করা সময়ে বল জালে পাঠিয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন করিম বেনজেমা। লা লিগায় ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪৬। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
দৈনিকদেশজনতা/ আই সি