১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

প্রশ্নফাঁসের নারায়ণগঞ্জে অভিযোগে আটক ২

নারায়ণগঞ্জ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে প্রশ্নফাঁসের অভিযোগে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। এর আগে দুপুরে আড়াইহাজার উপজেলা থেকে দুজনকে আটক করে করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার নারান্দী মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া (১৬) ও জোকারদিয়া এলাকায় বাদল ভূইয়ার ছেলে ইয়াসিন ভূইয়া (১৯)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মনিরুল ইসলাম জানান, প্রশ্নফাঁসের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলা থেকে দুপুরে ফারুক ও ইয়াসিনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সিম কাডর্, যার মধ্যে ৬টি বিকাশ করা। ২টি কম্পিউটারের হার্ডডিস্ক ও ১টি গ্রামীণ ফোনের মডেম। তাদের কাছে ২টি ফেসবুক আইডিসহ আইডিতে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ২০ পাতা স্ক্রিনশট পেপার জব্দ করা হয়।

তিনি আরো জানান, একটি সংঘবদ্ধ চক্র সরকারকে বিপাকে ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে প্রশ্নফাঁস করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এদের মূলত কেউ চেনে না। এরা পরিচয় গোপন করে এ সকল কাজ করে যায়। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এদেরকে ধরতে সক্ষম হয়েছি। আরো যারা এ কাজের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ অতিরিক্ত পুলিশ সুপার।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৬:৫২ অপরাহ্ণ