১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৬

রাজধানীতে দুই জঙ্গি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহাদৎ হোসেন (৩১) ও ইশতিয়াক আহম্মেদ (২৯)।
র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মিরপুর-২ নম্বর সেকশনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়। তারা দুজনই আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৬:০৯ অপরাহ্ণ