১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৪২

যুক্তরাজ্যে কার্গো পরিবহনে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:
দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক এই ঘোষণা দেন।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি নথি মন্ত্রীর হাতে তুলে দেন ব্রিটিশ হাই কমিশনার।
নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ