১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫১

মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড় এলাকার আশরাফ হাওলাদারের ছেলে ট্রাকের চালক আল-আমিন হাওলাদার (২৪) এবং একই এলাকার নান্নু হাওলাদারের ছেলে ট্রাকের হেলফার ফারুক হাওলাদার (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত ১৫ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে, আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর থানার এসআই শ্যামলেন্দু ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। প্রথমে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থতি স্বাভাবিক হয়। নিহত দুইজন ট্রাকের চালক ও হেলপার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৪:১৭ অপরাহ্ণ